News71.com
 Technology
 12 Aug 16, 01:04 PM
 816           
 0
 12 Aug 16, 01:04 PM

মোবাইলে চালান ফেসবুক-টুইটার, জেনে নিন ঝুঁকি

মোবাইলে চালান ফেসবুক-টুইটার, জেনে নিন ঝুঁকি

 

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে থাকা তথ্য যাতে অন্য কারো হাতে না পড়ে সেজন্য সবাই সতর্ক থাকেন। আবার অনেকেই ফোনে প্যাটার্ন লক বা কোড লক লাগান। তাদের হয়তো জানা নেই যে স্মার্টফোন থেকে ইন্টারনেট সংযোগ করার সঙ্গে সঙ্গে চুরি হয়ে যেতে পারে সব গোপন তথ্য।

সব মোবাইল ফোনের মধ্যেই থাকে এমন কিছু প্রোগ্রাম যার কাজ ইন্টারনেট সংযোগের সঙ্গে ফোনটির যোগাযোগ স্থাপন করা। আর এই দিয়েই হানা দেয় হ্যাকাররা। এটা ঠেকাতে হলে আনঅথোরাইজড এবং অপরিচিত কোনো অ্যাপ ফোনে ইনস্টল না করাই ভালো। আর যে অ্যাপগুলো বেশি ব্যবহার হয় না, সেগুলো আনইনস্টল করাই ভাল। অ্যান্টিভাইরাস অবশ্যই ব্যবহার করা উচিত। এছাড়া মোবাইল ফোন থেকে ফেসবুক টুইটারের মতো সোশাল সাইটে না যাওয়াই ঠিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন