প্রযুক্তি ডেস্কঃ এবার গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ উন্মোচনের তারিখ ফাঁস হয়ে গেছে। এ অপারেটিং সিস্টেমটি উন্মোচন হবে আগামী ৮ সেপ্টেম্বর। অ্যান্ড্রয়েড সূত্রে জানা গেছে, হেই গুগল শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শো চলছিল, হঠাৎ করেই সেখানে একটি স্লাইড চলে আসে। স্লাইডটির টাইটেলে লেখা ছিল ‘চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যান্ড্রয়েড ১১ লঞ্চ’। স্লাইডটির উপরের ডান দিকে তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল। আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেন্যু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।কয়েক দিন আগেই অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় বেটা সংস্করণ উন্মোচন করেছে গুগল। মূলত এতে থাকা বিভিন্ন ত্রুটি শনাক্ত করে সেগুলো ফিক্স বা ত্রুটি সারাতে কাজ করা হচ্ছে। এ সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে।