News71.com
 Bangladesh
 08 Dec 24, 10:26 AM
 59           
 0
 08 Dec 24, 10:26 AM

বঙ্গোপসাগরে লঘুচাপ॥ কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে লঘুচাপ॥ কমতে পারে তাপমাত্রা

 


নিউজ ডেস্কঃ রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাতেই শনিবার তাপমাত্রা সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমেছে। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একইসঙ্গে এই মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রাও এটি।এরই মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন