News71.com
 Bangladesh
 10 Dec 24, 10:20 PM
 48           
 0
 10 Dec 24, 10:20 PM

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে বাংলাদেশ॥

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে বাংলাদেশ॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে নেওয়ার খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পরিস্থিতি কঠোরভাবে মনিটরিং (পর্যবেক্ষণ) করছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ উদ্বিগ্ন কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা কঠোরভাবে মনিটরিং করছি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি খুব কাছ থেকে ফলোআপ করছেন। যে অংশীজনেরা আছেন তাদের সঙ্গে কথা বলছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন