নিউজ ডেস্কঃ আগামী সাত দিনের মধ্যেই নিজের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে নিজের অবস্থান ও দলীয় আনুগত্যবিষয়ক তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নতুন নিয়োগপ্রাপ্তদের নিজের ও নিকট পরিবারের নামে–বেনামে অর্জিত আয় ও সম্পদ থাকলে সেসবের তথ্য প্রকাশ করতে হবে। তাদের আয়ের বৈধ সূত্রের সঙ্গে অর্জিত আয় ও সম্পদের সামঞ্জস্যের তথ্য, নিরপেক্ষ নিরীক্ষক কর্তৃক আয় ও সম্পদ বিবরণীর যথার্থতা, পর্যাপ্ততা ও সামঞ্জস্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।