নিউজ ডেস্কঃ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকে তা স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। মাউশি সূত্র বলছে, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা আহ্বান করা হয়। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। সূত্র আরও বলছে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভাও স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এবিষযে জানতে গতকাল চাইলে বৃহস্পতিবার এক কর্মকর্তা জানান‘(শহীদ বুদ্ধিজীবী দিবসে) আলোচনা সভা ডাকা হলেও ডিজি স্যার মন্ত্রণালয়ে কথা বললে তা করতে মানা করা হয়।