নিউজ ডেস্কঃ ‘আওয়ামী লীগ ফিরে আসবে’—বলে মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন। ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সদরপুরের ইউএনও হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনকে দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে ওই চিঠিতে। বদলির বিষয়টি আজ শুক্রবার নিজেই নিশ্চিত করেছেন ইউএনও আল মামুন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই চিঠি তিনি হাতে পান বলে জানান। গত বুধবার জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়েছে, ইউএনও আল মামুনকে বর্তমান কর্মস্থল সদরপুর থেকে বদলি করে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। তাঁর দায়িত্বভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনকে হস্তান্তরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।