News71.com
 Bangladesh
 14 Dec 24, 11:44 AM
 62           
 0
 14 Dec 24, 11:44 AM

তীব্র শীতে কাঁপছে গোটা দেশ॥পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

তীব্র শীতে কাঁপছে গোটা দেশ॥পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

 

নিউজ ডেস্কঃ তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এক ডিগ্রি বেড়ে শনিবার (১৪ ডিসেম্বর) ৯ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে। আবহাওয়া অফিস বলছে, এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জানা গেছে, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে ওঠা-নামা করলেও তা কমে বেড়েছে শীতের তীব্রতা। অপরদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলার চারপাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন