News71.com
 Bangladesh
 14 Dec 24, 10:15 PM
 57           
 0
 14 Dec 24, 10:15 PM

সম্মানের সঙ্গে যেন এই দায়িত্ব থেকে বিদায় নিতে পারি॥আইজিপি

সম্মানের সঙ্গে যেন এই দায়িত্ব থেকে বিদায় নিতে পারি॥আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন বলেন, যে দায়িত্বভার নিয়েছি, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে কতটুকু করতে পারব বা পারব না আমি যেন সম্মানের সঙ্গে বিদায় নিতে পারি। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘এ প্রোট্রেট ইন রিফ্লেকশন্স’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। ‘এ প্রোট্রেট ইন রিফ্লেকশন্স’ বইটি লিখেছেন পুলিশের সাবেক আইজি ড. এম এনামুল হক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধীজনরা। ছিলেন পরিবারের সদস্যরাও। অতপর প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।

আইজিপি বলেন, বাস্তবতার নিরিখে আমাদেরকে এখন আইটির সঙ্গে পরিচিত হতে হয়। বইয়ের বাইরেও অনেক বেশি সময় ইলেকট্রনিক্স স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়। গণমাধ্যমসহ হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ অজস্র মাধ্যম তো রয়েছেই। তারপরেও বইয়ের আবেদন থেকে যায়। নতুন বইয়ের কড়কড়ে কাগজের গন্ধ আমাদের আনমনা করে ফেলে। এর কোনো তুলনা হয় না। আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় ক্লান্ত করে দেয়। তাই আমি ব্যক্তিগতভাবে কাগজের বই বেশি পছন্দ করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন