News71.com
 Bangladesh
 17 Dec 24, 10:12 PM
 51           
 0
 17 Dec 24, 10:12 PM

ভোটার হওয়া যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত॥

ভোটার হওয়া যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত॥

নিউজ ডেস্কঃ ভোটার তালিকার বাইরে থাকা যোগ্য নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোন কারণে ভোটার তালিকাভুক্ত হতে পারেননি; তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন-

• ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।
• জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
• নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
• এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
• ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন