News71.com
 Bangladesh
 17 Dec 24, 10:12 PM
 45           
 0
 17 Dec 24, 10:12 PM

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা॥

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা॥

 

নিউজ ডেস্কঃ ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ রাত ১টায় মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর এটি তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন ও কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন। ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’ শীর্ষক এই সম্মেলনে যুব সম্প্রদায় ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এমএসএমই) ওপর গুরুত্ব দেওয়া হবে। উপপ্রেস সচিব জানান, বাংলাদেশি তরুণদের বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি এসএমই খাতে দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ড. ইউনূস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন