News71.com
 Bangladesh
 19 Dec 24, 11:32 AM
 52           
 0
 19 Dec 24, 11:32 AM

নতুন করে ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে॥প্রধান উপদেষ্টা

নতুন করে ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে॥প্রধান উপদেষ্টা


নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর সাম্প্রতিক মাসগুলোয় নতুন করে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। মিসরের রাজধানী কায়রোয় প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান।কায়রোর রেজিস হোটেলে গতকাল বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন, মালয়েশিয়া এ পদক্ষেপে সমর্থন দেবে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোয় নতুন করে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, তিনি এ সহিংসতা-জর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও তাঁর সমর্থন ব্যক্ত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন