News71.com
 Bangladesh
 23 Dec 24, 10:19 PM
 48           
 0
 23 Dec 24, 10:19 PM

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ॥পরিকল্পনা উপদেষ্টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ॥পরিকল্পনা উপদেষ্টা

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতি কমানো খুব সহজ নয়।তবে কিছুটা কমানোর চেষ্টা চলছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার মুদ্রানীতি ও বাজেট নীতি সঠিকভাবে সমন্বয় করার চেষ্টা করছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে সংশোধনীয় বাজেট তৈরি করা হবে। ড. মাহমুদ বলেন, আমরা এখন প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি আরও দ্রুত করতে চাই। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। সরকার চেষ্টা করছে মূল্যস্ফীতি কমাতে। তবে মুদ্রানীতি, বাজেট নীতি ও বার্ষিক উন্নয়ন বাজেটের সঠিক সমন্বয় ঘটানো প্রয়োজন, যাতে দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন