নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতমুখী, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, পরস্পরের স্পর্শকাতরতা ও উদ্বেগের দিকগুলো বিবেচনায় রেখে দুই দেশের জন্যই সম্মানজনক হয়, এমনভাবে সম্পর্ক বজায় রাখা সম্ভব। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তৈরি হওয়া পরিস্থিতির উল্লেখ করে হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে জনগণের স্বার্থে গড়ে ওঠা দ্বিপক্ষীয় সম্পর্ক যেকোনো চড়াই-উৎরাই পেরুনোর জন্য যথেষ্ট শক্তিশালী। ৫ আগস্টের পর ‘নতুন বাংলাদেশ’ তৈরি হওয়া ও ভারতের সঙ্গে সম্পর্কের সবকিছু থেমে গেছে—কিছু মানুষের মধ্যে তৈরি হওয়া এমন ধারণার প্রতি ইঙ্গিত করে প্রণয় ভার্মা বলেন, গত ছয় মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। ভারতীয় হাইকমিশন বাংলাদেশের নাগরিকদের জন্য যত ভিসা ইস্যু করেছে, তা ঢাকায় অন্য সব বিদেশি দূতাবাসের দেওয়া ভিসার চেয়ে বেশি।