নিউজ ডেস্ক: গোলাম আজমপূত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীকে বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর এই প্রমার্জনা করে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী, পিএসসিকে তাঁর বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন, ২০০৯ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ জুন, ২০০৯ তারিখ থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীকে প্রযোজ্য সব প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ–সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জুন, ২০০৯ তারিখে জারিকৃত ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।