News71.com
 Bangladesh
 27 Dec 24, 09:16 PM
 68           
 0
 27 Dec 24, 09:16 PM

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করতে হবে॥পররাষ্ট্র উপদেষ্টা

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করতে হবে॥পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: ক্রমেই বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলো ও চীনকে একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ শুক্রবার ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ‘চীন–দক্ষিণ এশিয়ার সভ্যতা ও আন্তসংযোগ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক অসুবিধের মধ্যেই দেশগুলোর নিজেদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক উদ্‌যাপন করে থাকে। এই উদ্‌যাপনের পাশাপাশি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেসব অসুবিধা দেখা দেয়, সেগুলো একসঙ্গে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার পথ খোঁজা দরকার। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মিয়ানমারে শান্তি ফিরে আসা দরকার, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের শান্তিপূর্ণ ও সম্মানজনক উপায়ে রাখাইনে ফেরাও জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন