নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।