News71.com
 Bangladesh
 09 Jan 25, 08:05 AM
 42           
 0
 09 Jan 25, 08:05 AM

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া॥

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া॥

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে পৌঁছানোর পর ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। নানা অসুস্থতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়া আপাতত এখানেই চিকিৎসা নেবেন। এয়ার অ্যাম্বুলেন্সযোগে স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি প্রধান। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। উড়োজাহাজ থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এসময় যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন