News71.com
 Bangladesh
 09 Jan 25, 04:25 PM
 33           
 0
 09 Jan 25, 04:25 PM

ডাকসু চালুর দাবিতে রাতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

ডাকসু চালুর দাবিতে রাতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

নিউজ ডেস্ক: অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিজয় ৭১ হলের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।এ সময় দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।অবস্থানের সময় শিক্ষার্থীরা ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট—লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার—ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই—ডাকসু দাও ডাকসু দাও’, ‘গণরুম না ডাকসু— ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন