News71.com
 Bangladesh
 12 Jan 25, 11:14 PM
 49           
 0
 12 Jan 25, 11:14 PM

বিডিআর হত্যা মামলার বিচার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে॥

বিডিআর হত্যা মামলার বিচার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে॥

 

নিউজ ডেস্কঃ বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যা মামলার বিচার ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা আদেশে বলা হয়, সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর প্রদত্ত ক্ষমতাবলে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা নিউ মার্কেট থানার মামলায় মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত ঢাকার মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৭৭/২০১০ এর বিচার কাজ পরিচালনায় বকশী বাজার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের জায়গায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল। এই মর্মে নির্দেশ প্রদান করল যে, এ মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। আদেশে ২০১০ সালের ২৮ ডিসেম্বরের জারি করা আদেশ বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে বকশী বাজারের সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের এজলাস পুড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন