News71.com
 Bangladesh
 12 Jan 25, 11:15 PM
 50           
 0
 12 Jan 25, 11:15 PM

অপহরণের ৪ঘন্টা পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঢাকা মেডিকেলের চিকিৎসক॥

অপহরণের ৪ঘন্টা পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঢাকা মেডিকেলের চিকিৎসক॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক অপহরণের চার ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দক্ষিণ পাশ থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। প্রায় চার ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১১টার দিকে সালনা এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানান অপহরণের শিকার চিকিৎসক আমিনুর রহমান। রোববার তিনি বলছিলেন, “অপহরণকারীরা সঙ্গে থাকা নগদ সাড়ে নয় হাজার টাকা, আমার মোবাইল দিয়ে স্ত্রীর কাছে ফোন করে আমার নগদ নম্বরে ৪৫ হাজার, বিকাশ নম্বরে ৫০ হাজার এবং অপহরণকারীদের বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা নেয়। “এ ছাড়া আমার সঙ্গে থাকা ক্রেডিট কার্ড, দুটি স্মার্টফোন (নগদ-বিকাশ নাম্বার খোলা) এবং একটি ল্যাপটপ নিয়ে যায়।” এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “মৌখিক খবর পেয়ে আমরা মোবাইল ফোনের নম্বরে লোকেশন ট্র্যাক করি। পরবর্তীতে চিকিৎসকের বাসা থেকে জানানো হয়, তিনি বাসায় চলে গেছেন। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন