News71.com
 Bangladesh
 13 Jan 25, 08:48 PM
 28           
 0
 13 Jan 25, 08:48 PM

এইচএমপি ভাইরাস নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বিশেষ বার্তা॥

এইচএমপি ভাইরাস নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বিশেষ বার্তা॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রায় ২০ বছর ধরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেছেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এ ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশনা দেয়নি। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সবশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এইচএমপি ভাইরাস বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে। এ ভাইরাস সাধারণ একটি ফ্লুর মতোই। এটি কোনো ভয়ানক ভাইরাস নয়। করোনা সংক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে এখনও বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন