News71.com
 Bangladesh
 13 Jan 25, 09:31 PM
 55           
 0
 13 Jan 25, 09:31 PM

চাকরীতে পূনর্বহালের দাবিতে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআই॥

চাকরীতে পূনর্বহালের দাবিতে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআই॥

নিউজ ডেস্কঃ চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনরত পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের (এসআই) চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ কর্তৃপক্ষের ডাকে তারা সচিবালয়ে প্রবেশ করেন। এ তথ্য নিশ্চিত করেন ৪০তম (ক্যাডেট) সাব-ইন্সপেক্টর ২০২৩ ব্যাচ এর অব্যাহতিপ্রাপ্ত এসআই সাজিদুল ইসলাম। প্রতিনিধি দলে রয়েছেন: সুবির রায়, আলমগীর, মুনমুন আক্তার ও মিঠুন। সাজিদুল ইসলাম বলেন, আমাদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের ভেতরে ডেকেছেন। তবে কার সঙ্গে আমাদের কথা বলাবেন সেটা জানি না। আমাদের বলা হয়েছে আপনারা একটি প্রতিনিধি দল ভেতরে আসেন আমরা আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার ব্যবস্থা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন