নিউজ ডেস্কঃ এলপি গ্যাসের ভ্যাটসহ নতুন মূল্য ঘোষণা করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায় এ মাসে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাট (মূল্য সংযোজন কর)–সহ বিইআরসি ঠিক করেছিল ১ হাজার ৫১৫ টাকা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২০ টাকা। তবে সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।এর আগে চলতি মাসের জন্য বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৮ পয়সা। অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ৬৭ টাকা ২৭ পয়সা।