News71.com
 Bangladesh
 21 Jan 25, 09:51 AM
 45           
 0
 21 Jan 25, 09:51 AM

মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না ॥ জামায়াত আমির

মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না ॥ জামায়াত আমির

নিউজ ডেস্কঃ মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে, এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত।

তিনি বলেন, আওয়ামী লীগ শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের ওপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না। সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনো এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন