নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো বিচারক নিয়োগ অধ্যাদেশ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আইনটি বৈষম্যমূলক। একইসঙ্গে তিনি আইনটির সংশোধনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।bতিনি বলেন, ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। দীর্ঘদিনের দাবি ছিল বিচারক নিয়োগে আইন করা। শেষ পর্যন্ত তারা একটা আইন করেছে। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ৫৪ বছর পরে আইনটা (অধ্যাদেশ) হয়েছে। কিন্তু যে আইনটা দেখলাম, সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমি এটার সংশোধন দাবি করছি।নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে তাদের প্রতিনিধি আছে। আর সংখ্যাগরিষ্ঠ নিয়োগ (বিচারপতি) হয় আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নেই।