নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সহকারী শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন 'যমুনা' অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা। পরে মিছিলটি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে সেখানে ব্যরিকেড দিয়ে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় আন্দোলনরত শিক্ষকদের এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।