News71.com
 Bangladesh
 24 Jan 25, 06:05 PM
 54           
 0
 24 Jan 25, 06:05 PM

বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করলো বিএসএফ॥

বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করলো বিএসএফ॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং উত্তেজনার মধ্যেই সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে ৩১ জানুযারি পর্যন্ত।ভারত সরকারের দাবি, ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই মহড়া। বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এমনটাই জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়।বাংলাদেশ-ভারত ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিএসএফের সব ফিল্ড ফর্মেশন ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়া। মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন