News71.com
 Bangladesh
 26 Jan 25, 09:54 AM
 36           
 0
 26 Jan 25, 09:54 AM

বায়ু দূষণের শীর্ষে লাহোর॥ ঢাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ু দূষণের শীর্ষে লাহোর॥ ঢাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ২৩৭ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ঢাকার দূষণ স্কোর ২১৮ অর্থাৎ ঢাকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৯২। বলা যায়, সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে চতুর্থ নম্বরে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর এবং পঞ্চম অবস্থানে রয়েছে উজবেকইস্থানের তাশকেন্ত শহর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন