News71.com
 Bangladesh
 01 Jun 25, 09:07 PM
 83           
 0
 01 Jun 25, 09:07 PM

২১ আগস্ট গ্রেনেড হামলা॥আসামিদের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি

২১ আগস্ট গ্রেনেড হামলা॥আসামিদের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি

নিউজ ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রোববার (১ জুন) এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর গত ১৫ মে ৬শুনানি শুরু হয়। এরপর ২৮ মে ও আজ রোববার শুনানি নিয়ে লিভ মঞ্জুর করে আদেশ দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে ছিলেন। পরে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘আপিল বিভাগ লিভ দিয়েছেন। আগামী ১ জুলাই আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে।’ দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন