News71.com
 Bangladesh
 22 Jul 25, 10:03 PM
 51           
 0
 22 Jul 25, 10:03 PM

অবশেষে মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব॥  

অবশেষে মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব॥   

নিউজ ডেস্কঃ সেই দুপুর থেকে আটকে থাকার পর অবশেষে অবরুদ্ধ দুই উপদেষ্টা, একজন প্রেস সচিব এবং একজন সহকারী প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন। এর আগে তারা দুপুর থেকে মাইলস্টোন স্কুলে অবরুদ্ধ ছিলেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা বের হয়ে যান। এরপর তারা গাড়িতে উঠে চলে যান। এ সময় তারা কোনো কথা বলেননি। উপদেষ্টারা হলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ ছাড়া প্রেস সচিব শফিকুল আলম ও একজন সহকারী প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন