নিউজ ডেস্কঃ প্রবাসীদের নিরাপত্তা ও যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চত করতে সৌদি আরবের সঙ্গে চুক্তি করা হচ্ছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও ভারতের চুক্তি থাকলেও বাংলাদেশের এ ধরনের চুক্তি নেই। অতীতে এ চুক্তি করতে উদ্যোগ নেওয়া হলেও পারেনি। শনিবার (২ আগস্ট) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত বৈঠক করে যখন ঢাকায় এসে বললাম যে, তাদের মালয়েশিয়া নেবে বলে আশ্বস্ত করেছে, তখন তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। আমাকে ফেসবুকে গালাগালি করা হয়েছে এই বলে, বর্তমানে যারা অবৈধ হয়ে আছে, তাদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠাচ্ছে।