নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাতে একক ক্ষমতা গেলে এখানেও দানবের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হলে, বিচারকদের দানবীয় আচরণের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারব না।’ বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ চন্দ্র রায়ের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। সোমবার (১১ আগস্ট) এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে। মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সমাজে, বিচারব্যবস্থা বা সরকারি ব্যবস্থা যেকোনো এক জায়গায় ক্ষমতা দিলে, সেই ক্ষমতাটা দানবে রূপ নেয়ার সম্ভাবনা দেখা দেয়। আজকে যদি সুপ্রিম কোর্টের কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের ক্ষমতা দিয়ে দেয়া হয়, এখানেও দানবের সৃষ্টি হবে।’