News71.com
 Bangladesh
 10 Aug 25, 09:58 AM
 52           
 0
 10 Aug 25, 09:58 AM

নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে॥সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার

নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে॥সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে সামুরাই ও চাপাতিসহ প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামার। শনিবার (৯ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে এসব উদ্ধারের পর সেনাবাহিনী বলছে, এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার ‘নেই’, দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ ব্যবহৃত হয়ে আসতে দেখা গেছে। শেরেবাংলা নগর আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত ‘বেড়েছে’। বিভিন্ন সময় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক ধরনের ধারালো ‘সামুরাই’ চাপাতি উদ্ধার হয়েছে। সংবাদমাধ্যমের বরাতে কোনো একটি স্থান থেকে এ ধরনের ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে জানতে পেরে এবং গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার কথা বলছে বাহিনীটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন