News71.com
 Bangladesh
 10 Aug 25, 10:46 PM
 54           
 0
 10 Aug 25, 10:46 PM

লিবিয়ায় আটক আরও ১৬০ বাংলাদেশিকে ফেরত॥  

লিবিয়ায় আটক আরও ১৬০ বাংলাদেশিকে ফেরত॥   

নিউজ ডেস্কঃ লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আনুমানিক ১৬০ জন বাংলাদেশি ২০ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। গত বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত খায়রুল বাশার আইওএমের স্বেচ্ছা মানবিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরাতে অব্যাহত সহযোগিতার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে ত্রিপোলি, মিসরাতা, বেনগাজিসহ লিবিয়ার বিভিন্ন শহরে বিপদগ্রস্ত অনেক বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার অপেক্ষায় আছেন। তাঁদের দ্রুত আইওএমের কাছে নিবন্ধনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যাবাসনের আহ্বান জানান এবং দূতাবাসের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন