নিউজ ডেস্কঃ সরকারিভাবে আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানী সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার। নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে ৩,৬০০ টাকা প্রশিক্ষক সম্মানী পাবেন (পূর্বে ছিল ২,৫০০ টাকা)। চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও তদনিম্ন) পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে ৩,০০০ টাকা সম্মানী পাবেন (পূর্বে ছিল ২,০০০ টাকা)। প্রশিক্ষণার্থীদের জন্য ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের ভাতা ১,২০০ টাকা (পূর্বে ছিল ৬০০ টাকা)। গ্রেড-১০ ও নিম্নপর্যায়ের কর্মচারীদের প্রতিদিনের ভাতা ১,০০০ টাকা (পূর্বে ছিল ৫০০ টাকা)।