News71.com
 Bangladesh
 25 Aug 25, 10:36 AM
 49           
 0
 25 Aug 25, 10:36 AM

আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন॥  

আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বারবার প্রতিবাদ সত্ত্বেও বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় কর্তৃপক্ষের অব্যাহতভাবে পুশইন করায় ঢাকায় অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সম্মেলন নিয়ে সারাদেশে আলোচিত হচ্ছে। এবারের ডিজি পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধমূলক বিষয়ের পাশাপাশি পুশইনের বিষয়টি আলোচনায় স্থান পাবে।

আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন ব্যাপী এই সীমান্ত সম্মেলন বিজিবি সদরদপ্তরে অনুষ্ঠিত হবে। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চার দিনের সম্মেলনে যোগ দিতে আজ ঢাকায় আসছেন। বিজিবির প্রতিনিধিত্ব করবেন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন