News71.com
 Bangladesh
 03 Nov 16, 10:26 PM
 263           
 0
 03 Nov 16, 10:26 PM

বাগেরহাটে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বাগেরহাটে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: বাগেরহাটের মোড়েলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে মোড়েলগঞ্জ থেকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত অপু কর্মকার মোড়েলগঞ্জের পোলেরহাট গ্রামের সুধাংশু কর্মকারের ছেলে। তিনি উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট বাজারে তার বাংলাদেশ জুয়েলার্স নামের স্বর্ণের দোকান রয়েছে। প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।

বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে অপু কর্মকারের ছোট ভাই দুলাল কর্মকারের সঙ্গে কাস্টমার নিয়ে প্রতিপ্রক্ষ অমলের ছোট ভাই শ্যামল কর্মকারের ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে পোলেরহাট বাজার ব্যবসায়ী সমিতির লোকজন ও স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমের মধ্যস্থতায় বৈঠকের পর দুই পক্ষ শান্ত হয়। সন্ধ্যার পর আবার উভয়পক্ষের মধ্যে বাকবিতাণ্ডা শুরু হলে প্রতিপক্ষ শ্যামল কর্মকার ও তার ভাই অমল কর্মকার ব্যবসাযী অপুর কর্মকারের উপর হামলা চালায়। এতে অপু কর্মকার গুরুতর আহত হয়। পরে তাকে বাগেরহাট হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। অপুর ভাই দুলাল কর্মকার জানান, সন্ধ্যার দিকে তার ভাই অপু কর্মকার নিজ প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় প্রতিপক্ষ শ্যামল ও তার ভাই অমল কর্মকার অপুকে পিটিয়ে হত্যা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন