নিউজ ডেস্কঃ কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজারের একটি দোকান থেকে অভিনব কায়দায় তালা ভেঙে ১৫ টন রড চুরি করে নিয়ে যায় চোরচক্র। গতকাল মঙ্গলবার রাতে বাজারের মাজারসংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স নাসির উদ্দিন নাজিম রড ও সিমেন্টের দোকান থেকে এসব রড চুরির পর আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিষ্ণুপুর ভাটপাড়া এলাকার ভাই ভাই ভিলা থেকে চুরি করা রড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ট্রাক ও ট্রাকের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ট্রাকচালক জুয়েল মিয়া এবং তার সহযোগী তপন ও ফয়েজ আলী। জানা যায়,কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার মাজারসংলগ্ন এলাকায় নাসির উদ্দিন নাজিম দীর্ঘদিন ধরে রড ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি দোকানে তালা লাগিয়ে যাওয়ার পর আজ বুধবার সকালে দোকান খুলে আট লাখ টাকা মূল্যমানের রড খুঁজে না পেয়ে বিষয়টি কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করেন ব্যবসায়ী নাজিম।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়ার নেতৃত্বে এসআই নাজমুলসহ পুলিশের একটি দল বিষ্ণুপুর ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভাই ভাই ভিলা থেকে চুরি হওয়া ১৫ টন রড উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া বলেন,গতকাল মঙ্গলবার রাতে রডগুলো চুরির পর আজ দুপুরে বিষ্ণুপুর এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। রড মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাটপাড়া ভাই ভাই ভিলা থেকে রডগুলো উদ্ধার করা হয়। ট্রাকসহ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। যে বাড়ি থেকে রডগুলো উদ্ধার করা হয়েছে সেটাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।