News71.com
 Bangladesh
 01 Aug 18, 12:47 PM
 1088           
 0
 01 Aug 18, 12:47 PM

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ২০ লাখ টাকার তাস আটক।।

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ২০ লাখ টাকার তাস আটক।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কাস্টম হাউস এক কোটি ২০ লাখ টাকার ২ লাখ ৪৫ হাজার ৮৮০ সেট প্লেয়িং কার্ড (তাস) আটক করেছে। আজ বুধবার দুপুরে তাসগুলো আটক করা হয়।কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, শুল্ক গোয়েন্দা চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউস একটি পণ্যচালানের খালাস স্থগিত করে।একাধিকবার চিঠি দেওয়ার পরও আমদানিকারক বা সিএন্ডএফ এজেন্ট পণ্য চালান কায়িক পরীক্ষার ব্যবস্থা নেননি। পরীক্ষা না করায় ফোর্স কিপ ডাউনের মাধ্যমে কনটেইনার নামিয়ে কায়িক পরীক্ষা করে।রাইহান ট্রেড ইন্টারন্যাশনালের নামে চালানটি বন্দরে এসেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন