News71.com
 Bangladesh
 25 Jun 19, 07:18 PM
 979           
 0
 25 Jun 19, 07:18 PM

চট্টগ্রামে নিজ ঘরে নারী পুলিশের ঝুলন্ত লাশ।।

চট্টগ্রামে নিজ ঘরে নারী পুলিশের ঝুলন্ত লাশ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরে একটি বাসা নিজ ঘর থেকে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কবিতা রানী (২০) গতকাল সোমবার বিকালে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কবিতা রানী আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি স্বামী মিঠুনের সঙ্গে চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের দোতলায় ভাড়া থাকতেন। কবিতার স্বামী মিঠুন চন্দ্রও এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত। মিঠুনের বাড়ি ফেনীতে বলে জানান নগরের বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার।

তিনি জানান, গতকাল সোমবার বিকালে স্বামী মিঠুন অফিস থেকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে লোকজন ডেকে এনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন নিজ ঘরে ফ্যানের সঙ্গে স্ত্রীর লাশ ঝুলছে। কবিতা রানীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবিতা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন