News71.com
 Bangladesh
 26 Jun 19, 10:58 AM
 936           
 0
 26 Jun 19, 10:58 AM

নোয়াখালীতে যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষে ॥ নিহত ১

নোয়াখালীতে যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষে ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীতে যুবলীগের গুলিতে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপুরে যুবলীগের সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে বিকেলে সম্রাট গ্রুপ সমর্থিত কর্মীরা হাজিপুর কালামিয়ার পুলসংলগ্ন স্থানে সুমন গ্রুপ সমর্থিত যুবলীগ কর্মী ও হাজিপুর গ্রামের কামাল চৌধুরীর ছেলে শাহাদাত হোসেনকে(২৫) প্রকাশ্যে গুলি করে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে আসি। মৃত্যুর খবরটি নিশ্চিত হই। প্রাথমিকভাবে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হতে পারে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই দু'টি গ্রুপের মধ্যে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন