News71.com
 Bangladesh
 02 Jul 19, 06:45 PM
 1060           
 0
 02 Jul 19, 06:45 PM

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি মা ও মেয়ে নিহত॥  

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি মা ও মেয়ে নিহত॥   

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি মারমা সম্প্রদায়ের মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছেন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছেন গতকাল সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে একই ঘরে মারমা সম্প্রদায়ের ম্রা সা খই মারমা (৬৯)ও তার মেয়ে মি সানু মারমাকে (৩৫) গুলি করে হত্যা করেছে। পুলিশ আজ মঙ্গলবার সকালে গবাছড়া গ্রাম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কেন মা-মেয়ের এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন