News71.com
 Bangladesh
 28 May 22, 02:12 PM
 1187           
 0
 28 May 22, 02:12 PM

৭২০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৫।।

৭২০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৫।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. নুরুল আফসার, মো. আসাদ, মো. ইসমাইল হোসেন, মো. বাদশাহ মিয়া ও মো. রাসেল মিয়া।

শুক্রবার (২৭ মে) রাতে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন খান নাদিম জানান, আরামবাগ এলাকায় জেদ্দা এক্সপ্রেস পরিবহন কাউন্টারের সামনে মাদক বিক্রেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মতিঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের নামে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন