নিউজ ডেস্কঃ ফরিদপুরে ৪২ কেজি রুপার গহনাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান (৪০) ও একই এলাকার আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মে) দিনগত রাত ৯টার দিকে জেলা শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রুপাসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ। রুপা ছাড়াও এসময় একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার গহনা এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।