News71.com
 Bangladesh
 29 May 22, 06:10 PM
 958           
 0
 29 May 22, 06:10 PM

২৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ১।।

২৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। শনিবার (২৮ মে) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তিনি জানান, আটক ইসমাইল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার নামে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন