নিউজ ডেস্কঃ ফরিদপুরে ৭০০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা শেখ (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৩ জুন) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার মনা জেলা সদরের বোকাইল গেরদা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ফরিদপুর সদরের গোয়ালচামট এলাকার একটি ইটের ভাটার পাশে অভিযান চালায়। এসময় ৭০০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা শেখকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ফরিদপুরের কোতয়ালি থানায় এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মাদক মামলা করেছেন।