নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন আমাদের চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে। ভবিষ্যতে এ শিল্পের দিনগুলো ভালো হবে, খারাপ আর হবে না। সোমবার (১৩ জুন) রাতে গুলশানের অভিজাত হোটেল দ্যা ওয়েস্টিনে এসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর উদ্যোগে সংগঠনটির সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সংগঠনটির কার্যনির্বাহী পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও পুনরায় চালু হচ্ছে। অনেক নুতন সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে কমপ্লেক্স তৈরির উদ্দেশে। এর মাধ্যমে মেট্রোপলিটন বিভাগীয় শহরগুলোতে ৫ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে। বিভাগীয় শহরের বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শহরগুলোতে সাড়ে ৪ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে। সেখানে মন্ত্রী টেলিভিশন চ্যানেলের মালিকদের আরও বেশি করে সিনেপ্লেক্স বানানোর আহবান জানিয়েছেন।