নিউজ ডেস্কঃ নির্বাচিত সরকার উৎখাত করে অস্বাভাবিক সরকার বা রাজাকার-জামায়াতের তালেবানি সরকার আনার ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে বলে আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতের কোদাল দিয়ে খাল কেটে অস্বাভাবিক সরকার বা রাজাকার-জামায়াতের তালেবানি সরকার-এই দুই কুমির আনার ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগেই শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রের কোদাল দিয়ে খাল কেটে কুমির আনার ষড়যন্ত্র শুরু করেছে। দেশের জন্য দুই বিপদ, এক অস্বাভাবিক সরকারের কুমির ও দুই, রাজাকার-জামায়াতের তালেবানি সরকারের কুমির। জাসদ সভাপতি ইনু বলেন, যারা বলেছিল নিজ অর্থে পদ্মা সেতু সম্ভব না, তাদের মুখে চুলকালি দিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সফলভাবে সম্পন্ন করেন এবং দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে সামর্থ্য হন। ২০০৯ সালের পর দুইবার অর্থাৎ ২০১৪ এবং ২০১৮ সালে শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়ে বিএনপি-জামায়াত চক্র ব্যর্থ হয়েছে। এবারও ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত-রাজাকার-জঙ্গিরা নতুন চক্রান্ত শুরু করেছে।