News71.com
 Bangladesh
 14 Jun 22, 08:37 PM
 1433           
 0
 14 Jun 22, 08:37 PM

রাজধানীতে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫।।

রাজধানীতে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫।।

নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। সোমবার (১৩ জুন) রাতে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ফারুক মোল্লা, মো. শাহাদাৎ হোসেন, রোজিনা বেগম, মো. মোর্শেদ আলম ও মো. শাওন মিয়া। ডিবি ওয়ারী বিভাগের পরিদর্শক মো. শাহাবুদ্দীন আজাদ জানান, গোপণ তথ্যের ভিত্তিতে মগবাজার রেললাইনের দক্ষিণ পাশের নাসির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫ জনকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাররা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন